চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১৫ বছরে চমেক আইসিউতে বাড়ল ৮ শয্যা

চমেক আইসিউতে বাড়ল ৮ শয্যা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২০ | ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আরও নতুন ৮টি শয্যা সংযোজন করা হয়েছে।  ফলে বর্তমানে আসন সংখ্যা বেড়ে ১২ থেকে ২০টিতে উন্নীত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নে সর্বদা আন্তরিক। চট্টগ্রাম মেডিকেলে আইসিইউ সংকটের কারণে মুমূর্ষু রোগী অন্যত্র স্থানান্তরের যে সমস্যা ছিল তা নতুন ৮টি আইসিইউ শয্যা সংযুক্ত হওয়ার কারণ অনেকটাই হ্রাস পাবে বলে মনে করি।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সুজত পাল, প্রসূতি ও গাইনি বিভাগের প্রধান অধ্যাপিকা ডা. শাহানারা চৌধুরী, আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুনুর রশিদ, এনেস্থিসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. রঞ্জন কুমার নাথ, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা. রাজিব পালিত, ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সিনিয়র স্টোর অফিসার ডা. হুমায়ুন কবিরসহ চমেক হাসপাতালে বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, সিনিয়র কর্মকর্তাগণ।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট