চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঢাকায় নেয়া হচ্ছে স্বামীর পেট্রোলের আগুনে দগ্ধ নারীকে

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২০ | ৪:৫৬ অপরাহ্ণ

যৌতুক না পেয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বামী মোহাম্মদ রাসেলের দেয়া পেট্রোলে দগ্ধ সেই নারীকে ঢাকায় নেয়া হচ্ছে।  আজ শনিবার (২১ নভেম্বর) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

স্বামীর দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ চট্টগ্রামের সেই নারীকে দুপুর আড়াইটায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্নএন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্দেশ্যে রওনা করে।

রাঙ্গুনিয়ার দগ্ধ নারীর পিতা মো. হারুনুর রশিদ পূর্বকোণকে জানান, আমার মেয়ের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসা দিতে জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
পূর্বকোণ/এনএম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট