চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামুতে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক

কক্সবাজার সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২০ | ৩:০৪ অপরাহ্ণ

কক্সবাজার রামু দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ হোপ হসপিটালের সামনে অভিযান পরিচালনা চালিয়ে ৩ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত হলেন- উখিয়া রত্নাপালং ইউনিয়ন ( ৯ নম্বর ওয়ার্ডের) মৃত মোজাহের মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম (২৫) ও টেকনাফ বাহারছাড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে ফয়সাল আহম্মদ (২৮)।

এক মেইল বার্তায় শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যার-১৫ এর সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

র‌্যাবের এই বার্তায় জানানো হয়, শুক্রবার ( ২০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ কাইম্যারঘোনা নামক স্থানে হোপ হসপিটালের সামনে কক্সবাজার- টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করলে পলিথিনের ব্যাগে ৩ হাজার ১’শ পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা প্রায়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও উদ্ধারকৃত মাদক রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট