চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সস্ত্রীক করোনাক্রান্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ

সস্ত্রীক করোনাক্রান্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২০ | ১২:১৩ পূর্বাহ্ণ

করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দিনরাত কাজ করে যাওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবার সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন। তিনি নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনারও (ভূমি)। তাঁর স্ত্রী নিশাত নাসমিল স্নেহাসহ দু’জনই বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে তৌহিদুল ইসলাম নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘করোনার দ্বিতীয় ওয়েভের ধাক্কা যাচ্ছে। সস্ত্রীক করোনা আক্রান্ত। অফিসের তিন সহকর্মীও আক্রান্ত। জ্বর-শ্বাস কষ্টজনিত সমস্যা না থাকলেও স্বাদহীন, ঘ্রাণহীন লাগছে সবকিছু। সকলের দোয়াপ্রার্থী। ঘরে বাইরে সতর্ক থাকুন। সবসময় বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করুন।’

তিনি এ বিষয়ে জানান, গত ১৮ নভেম্বর তাঁর করোনা পজিটিভ আসে। এর একদিন পর স্ত্রীর শরীরেও করোনার জীবাণু শনাক্ত হয়।

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট