চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শুক্র-রবিবার যেসব এলাকায় থাকবে না ওয়াসার পানি

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২০ | ৯:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা পানি সরবরাহ বিঘ্ন ঘটবে । আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। সেখানে বলা হয় চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় এডিসি হিল রিজার্ভারের আন্তঃসংযোগ কাজ সম্পন্ন করতে চট্রগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগারের পানি উৎপাদন বন্ধ রাখার কারণে এই বিঘ্নতা ঘটবে।

পানি থাকবে না যেসব এলাকায়: হালিশহর নয়াবাজার ও তৎসংলগ্ন এলাকা, রামপুর এলাকা, ঈদগা এলাকা, পাহাড়তলী ও তৎসংলগ্ন এলাকা, সাগরিকা শিল্পাঞ্চল, উত্তর ও দক্ষিণ কাট্টলী, ফিরোজশাহ কলোনী, নিউ মনসুরাবাদ ও তৎসংলগ্ন এলাকা, কর্নেলহাট সিডিএ এলাকা, ফৌজদারহাট ও তৎসংলগ্ন এলাকা, সলিমপুর, পূর্ব ও পশ্চিম মাদারবাড়ী, আগ্রাবাদ কমার্শিয়াল এলাকা, আগ্রাবাদ সিডিএ এলাকা, গোসাইলডাঙ্গা ও তৎসংলগ্ন এলাকা, ফকিরহাট, নিমতলা, মোগলটুলী, কাস্টমস মোড় ও তৎসংলগ্ন এলাকা, সল্টগোলা ক্রসিং মোড় হতে কাঠগড় মোড় ও তৎসংলগ্ন এলাকা, মুনিরনগর, সল্টগোলা ক্রসিং মোড় হতে বোট ক্লাব ও তৎসংলগ্ন এলাকাসমূহ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট