চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২০ | ১১:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ মো. মিজান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব-১৫। 

আটক মো. মিজান (২১) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে।

বৃহস্পতিবার (ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালিতে এ অভিযান চালানো হয় বলে জানায় র‍্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,  ভোরে বাইল্যাখালি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী লেনদেনের জন্য অবস্থান করছে খবর পেয়ে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।

এ সময় আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করা হয়। বস্তাটি খুলে এক লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, আটক রোহিঙ্গা দীর্র্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। “

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট