চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২০ | ১১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ইলেকট্রিক মোটর দিয়ে পানির সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সৈকত বড়ুয়া (৪৫)। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ছমদিয়া পুকুরপাড়ে নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, সৈকত ছমদিয়া পুকুর পাড়ে ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফারুকের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির যোগালী হিসেবে কাজ করছিল। কিন্তু সৈকত ইলেকট্রিক মিস্ত্রি না হয়েও তাকে ইলেকট্রিক মোটর দিয়ে পানি সেঁচের কাজ করতে দেয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মার্কেটের নির্মাণের দায়িত্বপ্রাপ্ত নুরুচ্ছফাকে দায়ী করেছেন ও তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার উপ-পরিদর্শক অনুপমকে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

তবে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে পূর্বকোণকে নিশ্চিত করেছেন।

 

 

 

পূর্বকোণ/সুকান্ত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট