চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস মোড়কজাত, তেলে আরশোলা!

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২০ | ৯:৩২ অপরাহ্ণ

চান্দগাঁও থানার ‌কালুরঘাট বি‌সিক এলাকার বিএস‌পি ফুড প্রডাক্টসকে বিভিন্ন অনিয়মে ১ লাখ টাকা জ‌রিমানা ক‌রেছে ভোক্তা অধিদপ্তর। প্রতিষ্টানটির‌ কারখানায় মেঝেতে রেখে নুডলস মোড়কজাত , ‌লেবেল বিহীন ফ্লেভার, তেলাপোকাসহ তেল সংরক্ষণ ও প‌ণ্যের মোড়কে উপকরণের স‌ঠিক তথ‌্য  উ‌ল্লেখ না থাকায়  আজ মঙ্গলবার( ১৭ ন‌ভেম্বর) দুপুরে অভিযানে এ জরিমানা করা হয়।

সকাল ১০টা হতে প‌রিচা‌লিত অ‌ভিযানে ৭ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে মোট এক লাখ বিশ হাজার টাকা প্রশাস‌নিক জ‌রিমানা করা হয়েছে।

এ‌পি‌বিএন, ৯ এর সহায়তায়  অ‌ভিযানে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপ-প‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ্, সহকারী প‌রিচালক (‌মেট্রো)  পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান নেতৃত্ব দেন।

অভিযানে বহদ্দারহাট বাজা‌রে ইসমাঈ‌লের মাছের দোকানকে জে‌লিযুক্ত চিং‌ড়িমাছ রাখায় ৫ হাজার টাকা ও একই অপরা‌ধে মাইনউদ্দিনের মাছের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করে জে‌লিযুক্ত চিং‌ড়ি ধ্বংস করা হয়।

পূর্বকোণ /আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট