চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সুরকার ও রেনেসাঁর প্রতিষ্ঠাতা সঙ্গীতশিল্পী নকীব খান করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২০ | ৪:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় জন্ম নেয়া দেশের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং পপ ব্যান্ড রেনেসাঁর প্রতিষ্ঠাতা সঙ্গীতশিল্পী নকীব খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করার পর গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি তার নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি ফেসবুকে তার প্রোফাইলে লেখেন, ‘নকীব খান কোভিড -১৯ পজেটিভ হয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’ (সোলস), আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ আরও অনেক।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট