চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

শনিবার যেসব এলাকায় থাকবেনা ওয়াসার পানি

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় বহদ্দারহাট জংশনে পাইপের  আন্তঃসংযােগ কাজ সম্পন্নে আগামীকাল শনিবার রাত ১১ টা হতে পরবর্তী ৩৬ ঘণ্টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ওয়াসা। আজ শুক্রবার গণ্যমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যার কারণে ওয়াসা’র শেখ রাসেল পানি শােধনাগার ও কালুরঘাট বুস্টার পাম্প স্টেশনের পানি উৎপাদন বন্ধ রাখা হবে। এ সময়ের জন্য চট্টগ্রাম মহানগরীর আরাকান সড়ক ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট মােড় ও তৎসংলগ্ন এলাকা, খাজা রােড ও তৎসংলগ্ন এলাকা, কল্পলােক আবাসিক এলাকা, আরাকান সােসাইটি ও তৎসংলগ্ন এলাকা, চকবাজার ও তৎসংলগ্ন এলাকা, কে বি আমান আলী রােড ও তৎসংলগ্ন এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ ও তৎসংলগ্ন এলাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডিসি রােড ও তৎসংলগ্ন এলাকা, বাকলিয়া, নবাব সিরাজউদ্দৌলা রােড ও তৎসংলগ্ন এলাকা, আন্দরকিল্লা, জামালখান, পাথরঘাটা, সদরঘাট রােড ও তৎসংলগ্ন এলাকা সমূহে পানি সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানানো হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট