চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটল নির্মাণ বন্ধ করুন: ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ

বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের জায়গা দখল করে বাণিজ্যিক টুরিজ্যমের জন্য পাঁচ তারকা হোটেল নির্মাণের সিন্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি। আজ শুক্রবার বিকেলে গণ্যমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছেন জেলা কমিটি।

জেলা কমিটি মনে করে ম্রোদের জায়গা দখল করে পাঁচ তারকা হোটেল নির্মাণ পার্বত্য শান্তিচুক্তির মূল লক্ষ্য এবং পরিবেশ বিরোধী। এই সিন্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে মানবিক এবং পরিবেশ বিপর্যয় দেখা দিবে। ওয়ার্কার্স পার্টি মনে করে এই ধরনের সিন্ধান্ত শান্তিচুক্তির মূলধারা বিরোধী। যেহেতু ভূমি কমিশনের মাধ্যমে ভূমি নির্ধারিত হয়নি, সেখানে কোন গোষ্ঠী বা সম্প্রদায়কে তার বাসস্থান থেকে উচ্ছেদ করে মানবিক বিপর্যয় এবং একই সঙ্গে বাণিজ্যিক ট্যুরিজমের নামে পরিবেশ বিপর্যয় ডেকে আনা থেকে বিরত থাকতে হবে। সারা পৃথিবীতে এখন ইকোট্যুরিজ্যম প্রধান্য বিস্তার করছে বাণিজ্যিক ট্যুরিজ্যম নয়। ফলে পার্বত্য চট্টগ্রাম নয় শুধু বাংলাদেশর সকল জায়গায় বাণিজ্যিক ট্যুরিজমের পরিবর্তে পরিবেশ সম্মত ট্যুরিজমনীতি গ্রহণ করতে হবে। বাণিজ্যিক ট্যুরিজম পরিবেশের মূল চেতনাবিরোধী তাই এই কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট