চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্ত্রীর করা মামলায় চিকিৎসক কারাগারে

১২ নভেম্বর, ২০২০ | ৮:২৫ অপরাহ্ণ

নগরীর বাকলিয়ার স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৬) কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী শুনানিশেষে এ আদেশ দেন।

জাহাঙ্গীর আলম পেশায় একজন চিকিৎসক। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

আইনজীবী জুয়েল দাশ জানান,  স্ত্রী ডা. আয়শা মোহাম্মদ উসমানের (৩৩) করা ওই মামলায় ডা. জাহাঙ্গীর আলম ও তার মা নুর আক্তার (৫৫) আদালতে হাজিরা দিতে এসে জামিন স্থায়ী করার আবেদন করেন। শুনানিশেষে আসামি নুর আক্তারের জামিন বহাল রাখে এবং স্বামী জাহাঙ্গীর আলমকে  কারাগারে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, গত ৪ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ৩০ ধারায় মামলাটি করেন। মামলায় চিকিৎসক স্বামী জাহাঙ্গীর আলম ও শাশুড়ী নুর আক্তারকে আসামি করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট