চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শীঘ্রই চেয়ারম্যান আমজাদ হত্যা মামলার রায়

আদালত প্রতিবেদক 

১২ নভেম্বর, ২০২০ | ১:০৯ অপরাহ্ণ

খুব শিগগির রায় হতে যাচ্ছে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলার। ঘটনার ২১ বছর পর মামলার বিচার কার্যক্রম সমাপ্ত হয়েছে গতকাল বুধবার। যুক্তিতর্কের ধার্য তারিখে  মামলার ১৯ অভিযুক্তের মধ্যে ১০ জন হাজির ছিলেন।

জামিনে থাকা অভিযুক্ত সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিনসহ ১০ অভিযুক্তের জামিন বাতিল করে হাজতে পাঠানোর আবেদন ছিল রাষ্ট্রপক্ষের। অভিযুক্তরা রায়ের আগে পালানোর সম্ভাবনা থাকায় বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী অভিযুক্তদের জামিন বাতিল করে কারাগারে পাঠান। দ্রুত বিচার ট্রাইবুনাল পিপি এডভোকেট মো. আইয়ুব খান পূর্বকোণকে বলেন, এ মামলায় চার্জশিটভুক্ত ২০ আসামির একজন মৃত্যুবরণ করেছেন। বাকি ১৯ জনের মধ্যে ৯ জন পলতক। রায়ের আগে এরাও পালাতে পারে, তাই ন্যায়বিচারের স্বার্থে আসামিদের জামিন বাতিল করেছেন আদালত। 

১৯৯৯ সালের ৫ অক্টোবর সাতকানিয়া মির্জারখিল দরবার শরিফের সামনে দুর্বৃত্তরা সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় আমজাদ হোসেনের স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। ২০০০ সালের ২২ ডিসেম্বর চাঞ্চল্যকর হত্যা মামলাটির চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট