চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অনুমোদনহীন সিগারেট উৎপাদন: চান্দগাঁওয়ে কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২০ | ৮:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও শিল্প এলাকার ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১১ নভেম্বর) আদেশ না মানায় কারখানাটিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

এছাড়া একই দিনে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করায় , ছাড়পত্রের  শর্তভঙ্গ ও পাহাড় কর্তন করার দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চার লক্ষ নয় হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন জানান, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করায় , ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কর্তন করার দায়ে  ০৯ টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট