চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের চার উপজেলাসহ দেশে ৭১ প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২০ | ৯:৫০ অপরাহ্ণ

বিশ্ব শ্রমবাজারে দক্ষ জনশক্তির যোগান দিতে প্রাথমিক পর্যায়ে দেশের ৮ বিভাগে ৭১ উপজেলায় ৭১টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে সরকার। এ প্রকল্পের আওতায় ৪ হাজার ৮৪৮ কোটি ৬৭ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে এসব কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র সারা দেশে দক্ষ জনশক্তি তৈরি করবে। বর্তমানে দেশে ৪৭টি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে। এসব কেন্দ্রে বিশেষ চাহিদাসম্পন্ন নতুন নতুন ট্রেড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেজন্য দেশের সব জেলায় প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। এ বিষয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হবে। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। জনশক্তি, কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামছুল আলম  বলেন, “প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে বৈদেশিক কর্মসংস্থান বাড়বে।

চট্টগ্রাম বিভাগে যেসব স্থানে নির্মাণ করা হবে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র: হাটহাজারী, ফটিকছড়ি, মীরসরাই, পটিয়া। কুমিল্লা জেলার বড়ুরা, লাকসাম। খাগড়াছড়ি জেলার দীঘিনালা, কক্সবাজারের চকরিয়া, নোয়াখালীর হাতিয়া, লক্ষ্মীপুরের কমলনগর, ফেনীর সোনগাজী।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট