চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উচ্ছেদ অভিযান: আন্দরকিল্লায় চসিকের জায়গা দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২০ | ৫:৫৩ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মালিকানাধীন বি-বাড়িয়া হোটেলের অবৈধ দখলে থাকা জায়গাটি দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অভিযানকালে নগরীর আন্দরকিল্লা এলাকার রহমতগঞ্জ মৌজার বিএস ১৭০৬ দাগের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মালিকানাধীন জায়গাটি অবৈধ দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের দখলে নেয়া হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

 

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট