চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পেকুয়ায় ৬৬টি চোরাই মোবাইলসহ ৩ ভাই আটক

পেকুয়ায় ৬৬টি চোরাই মোবাইলসহ ৩ ভাই আটক

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর, ২০২০ | ৫:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেট জব্দসহ কেনাবেচায় জড়িত থাকার অপরাধে তিন সহোদরকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- মো. হোছাইন (৩৭), দেলোয়ার হোছাইন (৩৫) ও দিদার হোছাইন (৩০)। ‍উপজেলার টইটং বাজার ও পেকুয়া বাজারে শনিবার (৭ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ৬৬টি মোবাইল সেট জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, শনিবার উপজেলার টইটং বাজারের ‘রক সেইড স্টুডিও’ ও পেকুয়া বাজারের এসডি সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘দি টাচ টেক’ নামক দুইটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন চোরাই মোবাইল সেট জব্দসহ কেনাবেচায় জড়িত থাকার দায়ে ওই তিন সহোদরকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃতরা ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের দামি চোরাই মোবাইল সস্তায় কিনে সেগুলো গ্রাহকদের কাছে বিক্রি করে আসছিল। এ সময় উল্লেখিত দুই দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ৬৬টি মোবাইল সেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট