চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শিশুশিল্পী জনি হত্যায় জড়িত সন্দেহে সিএনজি চালক গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২০ | ১১:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে আলোচিত শিশুশিল্পী জনি দে রাজ হত্যায় জড়িত সন্দেহে সিএনজি চালক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ঈদগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোহাম্মদ আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সিএনজি চালক আমান উল্লাহ শিশুশিল্পী জনি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি ছিল। হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে জনি দে রাজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রস্ঙ্গত, গত ১ অক্টোবর কক্সবাজারের কিশোর সংগীত শিল্পী জনি দে-কে রাজ চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করা হয়। নিহত জনি দে রাজ রামু উপজেলার ঈদগড়ের চরপাড়া এলাকার তপন দে’র ছেলে। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা আরও একজন যাত্রী নিহত হন। এরপর থেকেই ওই সিএনজি চালক পলাতক ছিল।

 

পূর্বকোণ/আরাফাত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট