চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভাড়া নিয়ে বচসা: চবি’র শিক্ষার্থীকে মারধর সিএনজি চালকের

চবি সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২০ | ৭:১৬ অপরাহ্ণ

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে মারধর করেছে ৩ সিএনজি চালক। আজ শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন মক্কা-মদিনা হোটেলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আবু হেনা মাসুম। এলোপাতাড়ি মারধরের কারণে ওই শিক্ষার্থীর মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীর বন্ধু নাঈম বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় কিছু না বলে মাসুমকে হঠাৎ মারধর করে তিন সিএনজি চালক। এতে মাসুমের মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হয়। তার মাথায় পাঁচটি সেলাইও দেয়া হয়েছে। এ বিষয়ে প্রক্টর ও হাটহাজারী থানায় অভিযোগ দায়ের করব।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর আহসানুল হক বলেন, কয়েকদিন আগের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে শুক্রবার কয়েকজন সিএনজি চালক বিশ্ববিদ্যালয়ের বাহিরে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে। ওই শিক্ষার্থীর বন্ধুরা মৌখিক অভিযোগ দিয়েছেন। আমরা হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য বলেছি। একইসাথে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/রায়হান-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট