চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উত্তর আগ্রাবাদে নালার উপরের দোকান উচ্ছেদ করল চসিক

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২০ | ৭:০১ অপরাহ্ণ

নগরীর উত্তর আগ্রাবাদে নালার জায়গায় গড়ে ওঠা ১০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার সকালে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়ায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়া সড়কের পাশে নালার জায়গায় গড়ে ওঠা ১০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করে নালার জায়গা দখলমুক্ত করা হয়। অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিত করেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট