চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চমেক থেকে দুই প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২০ | ৪:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেট থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)  চমেকের মেইন গেট থেকে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

আটককৃতরা হলেন- বাকলিয়া থানার মিয়াখান নগরের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শফিউল আজিম (৩৮) ও রাঙ্গুনিয়া উপজেলার মলারহাট, ৯ নং ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে মোঃ ইউনুস (৫৮)

চমেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জহিরুল হক ভূঁইয়া জানান,  চমেকে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের স্বর্ণ বিক্রির কথা বলে একধরনের পাথর দিয়ে টাকা হাতিয়ে নিত। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর ফাঁদ পেতে মেডিকেলের পূর্ব গেট থেকে প্রতারক চক্রের দুই সদস্যের পিছু নিই এবং মেইন গেটে উপস্থিত জনসাধারণের সহায়তায় তাদের আটক করা হয়।

আটক দুজনকে সিএমপির পাঁচলাইশ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভুঁইয়া পূর্বকোণেকে বলেন, মেডিকেল গেট থেকে ‍দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট