চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশ হুমকিতে ফেলে জরিমানা গুনল পাঁচ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২০ | ১২:১৬ পূর্বাহ্ণ

পরিবেশকে হুমকির মুখে ফেলে জরিমানা গুনছে পাঁচ প্রতিষ্ঠান। পাহাড় কর্তন ও দূষণের দায়ে এসব প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

মিরসরাইয়ের মেসার্স এম এইচ এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, ফিরোজা বেগম ব্রিক ইন্ডাস্ট্রিজকে ২ হাজার টাকা, এনসিউর মেডিল্যাবকে ৭ হাজার টাকা রয়েল সিমেন্ট লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং পাহাড় কাটার দায়ে কক্সবাজার চকরিয়ার রেজু আব্দুস সালামকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে উক্ত পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট