চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৮০

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২০ | ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪৫৮জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৬ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২২৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৫৬ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়ালে ৪৭ জনের নমুনার মধ্যে ১৫ জনের, শেভরণে ১১২ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৯ জনের নমুনার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা মিলেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৬৩টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৮০ জনের। এরমধ্যে ৬৭ জন নগরীর এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট