চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে ফুটপাত দখলমুক্ত করতেপৌরসভার উচ্ছেদ অভিযান

২৮ এপ্রিল, ২০১৯ | ২:৫৬ পূর্বাহ্ণ

পর্যটন শহর কক্সবাজারের বহুদিনের ‘বেদখল’ হওয়ার ফুটপাত উদ্ধারে নেমেছে কক্সবাজার পৌরসভা। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে গতকাল শনিবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনের ঝুঁপড়ি দোকানগুলো দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। উচ্ছেদে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদদু আহামদ। কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান, কক্সবাজার শহরের প্রধান সড়কের প্রায় স্থানে ফুটপাত দখল করে অস্থায়ী দোকানপাট তৈরি করা হয়েছে। এসব অবৈধ দোকানগুলো উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে পৌরসভা। এজন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসনের একটি সমন্বয় সভায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গতকাল শনিবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহমদ বলেন, ‘জেলা প্রশাসন ও পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। ক্রমান্বয়ে শহরের ফুটপাত দখল করে গড়ে তোলা সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে’। উচ্ছেদ কার্যক্রম চলাকালীন

সরেজমিনে কথা হলে অবৈধ দোকানদাররা জানান, তারা দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা দিয়ে দোকানগুলো চালাতেন। কিছু লোকজন এসে দৈনিক তাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। সরকার দলীয় কয়েকজন নেতার হয়ে এসব চাঁদা তোলা হতো বলে অভিযোগ রয়েছে। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, ‘কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। শহরকে সাজানোর জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে শহরের সব স্থানের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও শহরে সড়ক ও পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে’। তিনি আরো বলেন, ‘তিন দিন আগে মাইকিং করে সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে কেউ কেউ সরিয়ে নিলেও অনেকে নেয়নি। উচ্ছেদ কার্যক্রমে সব অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট