চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাঁশখালীর প্রথম এমপি শাহ-ই-জাহানের ইন্তেকাল

বাঁশখালীর প্রথম এমপি শাহ-ই-জাহানের ইন্তেকাল

বাঁশখালী সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ

স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে নির্বাচিত এমপি শাহ-ই-জাহান চৌধুরী (৭৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোমবার (২ নভেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেন। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবার সূত্র জানায়, শাহ-ই-জাহান চৌধুরীর ঢাকার বাসার পার্শ্ববর্তী মাঠে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে নামাজের জানাযা শেষে ঢাকায় দাফন করা হয়েছে।

শাহ-ই-জাহান চৌধুরী বাঁশখালী উপজেলার খানাখানাবাদ ইউনিয়ন এর বি বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তৎকালীন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ অনেক সংগঠনের দাতা উদ্যোক্তা ছিলেন তিনি।

সাবেক সাংসদ শাহ-ই- জাহান চৌধুরী মৃত্যুতে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এবং বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/অনুপম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট