চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘চার নেতা হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্য সফল হয়নি’

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২০ | ১০:৩৬ অপরাহ্ণ

পঁচাত্তরের এই দিনে আওয়ামী লীগের জাতীয় চার নেতাকে হত্যা করে যারা আওয়ামী লীগকে নিছিন্ন করতে ছেয়েছে তাদের উদ্দেশ্য সফল হয়নি। ইতিহাস ষড়যন্ত্রকারীদের আস্তাকুঁড়ে করেছে। আজ মঙ্গলবার বিকেলে নগরীর দেওয়ানহাট মোড়ে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমএ’র কোষাধাক্ষ্য ডা.মো.আরিফুল আমিন এসব কথা বলেন।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, পঁচাত্তরের পর দিশাহীন জাতিকে আলোর পথ দেখাতে দেশে ফিরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ অর্থনীতি গড়ার পথে অনেক দূর এগিয়েছে।

সভায় যুবলীগ নেতা নুর নবী পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, ২৪ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। উপস্থিত ছিলেন, মো.ইউনুস, মারুফ আহম্মেদ, মো. মাঈনুল ইসলাম, ইমতিয়াজ বাবলা, মো. ইকবাল হোসেন, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, মো. হাবিব মিঞা, মো. আমিন, কায়সার আলম, মনিরুল হক, আমিনুল ইসলাম, ইয়াসিন আরাফাত, ফরহাদ হাসান সিফাত, আবদুর রহিম প্রমুখ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট