চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ

পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২০ | ৬:৪১ অপরাহ্ণ

নগরীর মতিঝর্ণা এলাকায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে ১৫ লাখ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব জান্নাতুল ফেরদৗসের নেতৃত্বে একটি টিম  মতিঝর্ণা এলাকার ৭ নম্বর গলিতে পাহাড় কর্তনের বিষয়ে সরেজমিন পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, সরকারি পাহাড় কেটে শাহাজাহান কোম্পানি ও মনোয়ারা বেগম নামের দুই ব্যক্তিকে শুনানির নোটিশ পাঠানো হয়। সোমবার শুনানিতে তারা ভূমির স্বপক্ষে কোন প্রকার দলিলাদি উপস্থান করতে পারেননি। সরকারি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করার বিষয়টি তারা স্বীকার করেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহাজাহান কোম্পানির বিরুদ্ধে ১৪ লাখ টাকা এবং মনোয়ারা বেগমের বিরুদ্ধে ১ লাখ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। ৭ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেয়া হয়। এছাড়া ওই জায়গায় পরিবেশ অদিপ্তরের অনুমতি ছাড়া কোন প্রকার কর্মকাণ্ড না চালানোর নির্দেশ প্রদান করা হয়।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট