চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় পৌনে ৫শ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

উখিয়ায় পৌনে ৫শ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

উখিয়া সংবাদদাতা

২ নভেম্বর, ২০২০ | ৬:২১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার সীমান্ত থেকে ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালঙ্কারসহ একজন রোহিঙ্গা যু্বককে আটক করেছে ৩৪ বিজিবি। আটককৃত রোহিঙ্গা যুবকের নাম মো. কলিম (২১)। উপজেলার এশিয়ান হাইওয়ে রোডের ব্রিজের পাশ থেকে রবিবার (১ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ বলেন, রবিবার রাতে কতিপয় চোরাকারবারীরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এশিয়ান হাইওয়ে রোডের ব্রিজের পার্শ্বে অভিযান চালানো হয়। এ মূল্যমানের ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি বার্মিজ স্বর্ণসহ কলিম নামের ওই যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম আনুমানিক ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা।

তিনি আরও বলেন, আটককৃত কলিমকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে । উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট