চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি: চুয়েট ছাত্রকে সাময়িক বহিষ্কার

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি: চুয়েট ছাত্রকে সাময়িক বহিষ্কার

রাউজান সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২০ | ৭:৫৭ অপরাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদকে (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)। বহিষ্কৃত ছাত্রের নাম রায়হান রোমান। চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১২২তম জরুরি সভায় ওই ছাত্রের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ওই সভায় অনুষ্ঠিত হয়। বহিষ্কৃত ছাত্র রায়হান রোমান সিএসই বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানায়, গত ২৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোমান ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গাত্মক মতামত এবং মহানবীকে (স.)-কে কটূক্তি করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য নিয়ে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার করে। এ ঘটনায় চুয়েট ছাত্রলীগ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। এরপর ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর যথোপযুক্ত শাস্তি চেয়ে আবেদন করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট