চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে বাঁশের চাঁই বিক্রি করতে এসে বাড়ি ফেরা হল না বিরলালের

কাপ্তাই সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২০ | ১:৪৫ অপরাহ্ণ

বাঁশের তৈরি চিংড়ি মাছ শিকার করার সরঞ্জামাদি (চাঁই) বিক্রি করেই গত ৩০ বছর যাবৎ সংসার চলছিল বিরলাল চাকমার (৫৫)। যথারীতি আজ শুক্রবার বাড়ি থেকে বাঁশের চাঁই বিক্রি করতে বের হয়েছিলেন। কিন্তু চাঁই বিক্রি করে বাড়ি ফেরা হল না তার। 

রাঙামাটির কাপ্তাইয়ের বনফুল রেস্ট হাউজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঘাড়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি রাঙামাটি সদরের মগবানের দেবাছড়া পাড়ার মৃত নলনী মোহন চাকমার ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, তিনি কাপ্তাইতে বাঁশের চাঁই বিক্রি করতে বাসা থেকে বের হয়েছিলেন।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে স্থানীয়রা খবর দিলে বনফুল রেস্ট হাউজের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহত বিরলালের ঘাড়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরে খবর দিলে তার পরিবার নিহতের মরদেহ শনাক্ত করেন। শুক্রবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের ভাই কালা চাকমা বাদি হয়ে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট