চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে জুতার ভেতরে ৫৬ ভরি স্বর্ণ, যুবক আটক

টেকনাফে জুতার ভেতরে ৫৬ ভরি স্বর্ণ, যুবক আটক

উখিয়া সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২০ | ৪:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের অভিযান চালিয়ে প্রায় ৫৬ ভরি ওজনের ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী এক টমটম যাত্রীকে আটক করেছে বিজিবি। আটককৃতের নাম শাহ আলম (৩১)। উপজেলার হোয়াইক্যং এলাকা থেকে বুধবার (২৯ অক্টোবর) তাকে আটক করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে বালুখালীগামী একটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকে থাকা শাহ আলম নামে ওই যাত্রীর পরিহিত জুতার ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় চারটি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৬ ভরি ১৪ আনা ৩ রতি। বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারি শুল্ক ফাঁকি দেয়ায় স্বর্ণের বারগুলোসহ শাহ আলমকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট