চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কর্ণফুলীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

কর্ণফুলীতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

কর্ণফুলী সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২০ | ৯:৩০ অপরাহ্ণ

 

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও খামারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ প্রাণিজ পুষ্টি হবে সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিউয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রাকিবুল ইসলামের পরিচালনায় মেডিকেল ক্যাম্প কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন আহমেদ, মো. ফোরকান ও সালাউদ্দিন (এআইটি) এবং কর্ণফুলী ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ অফিসার রাকিবুল ইসলাম পূর্বকোণকে বলেন, এ কার্যক্রমে প্রায় ২ শতাধিক গবাদিপশুকে কৃমিনাশক, ক্ষুরারোগ ও পিপিআর রোগের ভ্যাক্সিন প্রদান করা হয়। কর্ণফুলীর প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম পর্যায়ক্রমে চলবে।

 

 

 

পূর্বকোণ/নয়ন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট