চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঠিকাদার-গ্রাহক ঐক্য পরিষদের সভায় চট্টগ্রামে ২৫ হাজার আবাসিক গ্যাস সংযোগের দাবি

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২০ | ৯:১৩ অপরাহ্ণ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গাফিলতির কারনে বিগত পাঁচ বছর ধরে আবাসিক গ্যাস সংযোগ না পাওয়া গ্রাহকরা বিভিন্ন বিড়ম্বনার শিকার বলে উল্লেখ করেছেন কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের নেতারা। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে কেজিডিসিএলের ঠিকাদার বৃন্দদের নিয়ে ২৫ হাজার আবাসিক সংযোগের দাবিতে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।

এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ঠিকাদার আলী নেওয়াজ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. সেলিম হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সরোয়ার আলম, গ্রাহক ঐক্য পরিষদের মো. ইমতিয়াজ আহমেদ।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ঠিকাদার অলি উল্লাহ হক,সহ-সভাপতি আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক হাওলাদার, নবী চৌধুরী, জিয়া উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, আবদুল মালেক শেখ, প্রশান্ত বড়ুয়া, রুকশেদ খান, বেলাল হোসেন, অপু উপস্থিত ছিলেন অসংখ্য ঠিকাদার ও গ্রাহকবৃন্দ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট