চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে এনজিও সংস্থার দখল থেকে খেলার মাঠ ফেরত চান শামলাপুরবাসী

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

২৮ অক্টোবর, ২০২০ | ৪:০১ অপরাহ্ণ

উপজেলার বাহারছড়া শামলাপুরের একমাত্র খেলার মাঠ দখলমুক্ত করতে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের কাজে মাঠটি দখলে রেখেছে বিভিন্ন এনজিও সংস্থা। শামলাপুর বাজারে মানববন্ধন শেষে খেলার মাঠে বিক্ষোভ করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা।

বাহারছড়া ইউনিয়ন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে এ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন।

বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগ সভাপতি সাইফুল্লাহ কোম্পানি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন সিকদার, সাবেক মেম্বার হোছন আহমদ, আবদুল হক, আজিজুল ইসলাম মেম্বার, ইউনুছ মেম্বার, সাবেক যুবদল নেতা মো. ইলিয়াস, উপজেলা ক্রীড়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল সাদেক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আফসার, আমির মো. শাহজাহান, জয়নাল আবেদীন জয়, জসিম উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এক বছরের জন্য অস্থায়ীভাবে ত্রাণ বিতরণের কথা বলে দীর্ঘ ৪ বছর ধরে খেলার মাঠটি দখলে রেখেছে বিভিন্ন এনজিও সংস্থা। পুরো মাঠটি দখলে থাকার কারণে ক্রীড়া বিনোদন থেকে বঞ্চিত রয়েছে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যুবক ক্রীড়াবিদরা। মাঠ ফিরে পেতে জেলার ডিসিসহ সংশ্লিষ্ট ইউএনও অফিসে লিখিত আবেদন করা হয়েছিল। তারপরও কোন সুরাহা হয়নি। এরপর ২৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) অফিসে সাম্প্রতিক সময়ে একদল ক্রীড়াপ্রেমী জনতা লিখিত আবেদন করেছেন। এবার যদি মাঠ দখলমুক্ত করে না দেয়া হয়, তাহলে স্থানীয় জনতাকে সাথে নিয়ে আরো বড় কর্মসূচি বা কঠোর আন্দোলনের মাধ্যমে মাঠ দখল করে নেয়া হবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট