চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেলের মালামাল চুরির সময় হাতেনাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২০ | ২:৪৪ অপরাহ্ণ

রেলওয়ের পাহাড়তলীর জিইআর সপে মালামাল চুরি করার সময় সংঘবদ্ধ চোর চক্রের একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এসময় তার কাছ থেকে ট্রেনের পাওয়ার কারের ৪টি ক্যাবল সকেট, ৪টি সকেট ফিঙ্গার, ১০ মিটার ক্যাবল তার, ২টি কানেক্টরসহ বেশকিছু রেলের সরঞ্জাম পাওয়া যায়।

আটক চোর চক্রের সদস্য মো. সামসুদ্দীন (২৩) লক্ষ্মীপুর সদরের আন্ডার চর ইউনিয়নের মো. সিরাজের ছেলে। তার বাসা নগরের অলংকার এলাকায়। মামলা দায়েরের পর বুধবার (২৮ অক্টোবর) তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রেলওয়ে পাওয়ার হাউস এলাকায় বিদ্যুৎ বিভাগের বেশকিছু চোরাই মাল নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। সন্দেহভাজন আরো দুইজন পালিয়ে যায়।

আর‌এনবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজওয়ানুর রহমান জানান, আটক ওই চোরের সঙ্গে আরও চারজন এসেছিল। চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাথির আঘাতে আর‌এনবির সিপাহী মো. কায়েস হাওলাদার আহত হন। বর্তমানে তিনি সি‌আরবি রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট