চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশের ক্ষতি: চট্টগ্রামের এক শিপ ইয়ার্ডসহ ২০ প্রতিষ্ঠানকে ১১ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২০ | ১০:০২ অপরাহ্ণ

পরিবেশগত ছাড়পত্র বিহীন, ছাড়পত্রের শর্তভঙ্গ ইটিপি বিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রামের এক শিপ ইয়ার্ডসহ ২০ প্রতিষ্ঠানকে ১১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিবেশ সংরক্ষণ আইনে এ ক্ষতিপূরণ আরােপ করেছেন।

তিনি জানান চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার  মাস্টার এন্ড ব্রাদার্স নামের এক শিপ ইয়ার্ড পরিবেশগত শর্তভঙ্গের দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই আদেশে কুমিল্লার বনফুল এন্ড কোম্পানিকে এক লাখ টাকা ,মায়ের দোয়া ব্রিক্সকে চল্লিশ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ার ইউসুফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিকে ত্রিশ হাজার, লক্ষীপুরের সিটি হাসপাতাল (প্রা:) লিমিটেড  এক লাখ টাকা, লাকসাম জেনারেল হাসপাতাল বিশ হাজার টাকা,  জনতা ব্রিক্স, চৌদ্দগ্রাম, কুমিল্লাকে বিশ হাজার টাকা, টি এন্ড সি ব্রিক্স, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া পঞ্চাশ হাজার টাকা,  হাজী ব্রিক্স, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়াকে পঞ্চাশ হাজার টাকা, সাফা ব্রিক ফিল্ড, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়কে দুই লাখ টাকা, খাদিজা ব্রিক্স, সদর, নােয়াখালীকে এক লাখ টাকা, এম এইচ বিক্স ম্যানুঃ টেকনাফ, কক্সবাজারকে পঞ্চাশ হাজার টাকা, এইচ বিক্স ম্যানুঃ টেকনাফ, কক্সবাজার পঞ্চাশ হাজার টাকা, তাসফি বিক্স, মুরাদনগর, কুমিল্লাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা,মােল্লা বিক্স, বিজয় নগর, ব্রাহ্মণবাড়িয়াকে পঞ্চাশ হাজার টাকা, মক্কা ফুড ইন্ডা, সদর, নােয়াখালীকে দশ হাজার টাকা, যমুনা বিক্স ফিল্ড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়াকে পঞ্চাশ হাজার টাকা, আসফিয়া দেওয়ান ব্রিকস, সদর, লক্ষীপুর পঞ্চাশ হাজার টাকা,  গ্রামীন অটো রাইস মিল, বেগমগঞ্জ, নােয়াখালীকে বিশ হাজার টাকা, মনির ক্যাবল ইন্ডাঃ লিঃ, চান্দিনা, কুমিল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট