চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে দখলমুক্ত হল ৫০ লাখ টাকার সরকারি জায়গা

হাটহাজারী সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২০ | ৫:১৭ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত খাস এবং সরকারি শিশু পরিবারের মালিকানাধীন সরকারি প্রায় ৫০ লক্ষ টাকার সরকারি জমি (প্রায় ৪ শতক)অবৈধ দখলমুক্ত করা হয়।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে ফরহাদাবাদে অবস্থিত সরকারি শিশু পরিবারের মালিকানাধীন প্রায় প্রায় ৪ শতক জায়গা অবৈধভাবে দখল করে ৮ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। দখলকারীদের বারবার জমিগুলো দখলমুক্ত করার জন্য জানানো হলেও তারা কর্ণপাত করেনি। উল্টো জায়গাগুলো তাদের বলে দাবি করে আসছিল। সম্প্রতি জায়গাগুলো পরিদর্শন করে দখলমুক্ত করার জন্য নোটিশ দেয়া হয়। মঙ্গলবার হাটহাজারী পুলিশের সহযোগিতায় জায়গাগুলো অবৈধ দখলমুক্ত করা হয়।

এসময় অভিযানে পাকা স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ উল্লাহ সহ হাটহাজারী মডেল থানার পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট