চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে বেকারি পণ্যে ক্ষতিকর রঙ, মালিককে জরিমানা

হাটহাজারীতে বেকারি পণ্যে ক্ষতিকর রঙ, মালিককে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২০ | ৭:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সরকারহাট বাজারে ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ মেয়াদোত্তীর্ণ উপকরণ ও ক্ষতিকর রং ব্যবহারের জন্য এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রুহুল আমিন জানান, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ মেয়াদোত্তীর্ণ উপকরণ ও ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে উপজেলার অভি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য ৭ দিনের জন্য বেকারি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে দেখা যায়, বেকারির দোকানগুলোর (সবার না তবে একটা অংশের) মধ্যে দু’টি প্রচলিত ধারণা আছে- বেকারি মানেই নোংরা থাকবে, কাজ করতে গেলে নোংরা হবে। মোবাইল কোর্ট আসলে পরিষ্কার করা হবে আপাতত চলুক। বেকারি পণ্যের চেহারা সুন্দর করতে রং দেয়াটা তারা দোষ হিসেবে দেখেন না।

তিনি জানান, রবিবারের অভিযানে দেখা যায়, যে সমস্ত রং বা চকলেট পাউডার ব্যবহার করা হয় সেগুলোর অবস্থাও শোচনীয়। এসব অভিযোগে ওই বেকারির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

 

পূর্বকোণ/শিমুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট