চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দোহাজারী পিডিবি'র তেলবাহী ট্রেন দুর্ঘটনা, চারটি চাকা লাইনচ্যুত

দোহাজারী পিডিবি’র তেলবাহী ট্রেন দুর্ঘটনা, চারটি চাকা লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ

কর্ণফুলীর কালুরঘাট সেতুর আগে দোহাজারী পিডিবির বিদ্যুৎ কেন্দ্রে তেল পরিবহনকারী শাটল ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে দোহাজারী যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। তবে এতে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও তেমন ক্ষয়-ক্ষতি হয়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, কালুরঘাট সেতুর একটু আগে ট্রেনটির গার্ড ব্রেকের ৮টি চাকার মধ্যে সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেনটির বগি লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি। পরে তাৎক্ষণিকভাবে প্রকৌশলীরা ট্রেনটি সংস্কার করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

ট্রেনটি কালুরঘাট সেতু দিয়ে প্রতিদিন দোহাজারী পিডিবির বিদ্যুৎ কেন্দ্রে তেল পরিবহন করে বলে তথ্য রয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট