চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ধসের শঙ্কায় হাটহাজারীতে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে লোকজন সরাতে মাইকিং

ধসের শঙ্কায় হাটহাজারীতে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে লোকজন সরাতে মাইকিং

হাটহাজারী সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২০ | ১১:২৪ অপরাহ্ণ

ভারী বৃষ্টিতে ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন স্থানে পাহাড়ের চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে পাহাড়ে মৃত্যুঝুঁকি নিয়ে বাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ও ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে উপজেলার পশ্চিমে পাহাড়ের চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে সরিয়ে নিতে প্রচারনা চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ্ পূর্বকোণকে বলেন, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা থাকায় উপজেলার সন্ধীপ পাড়া, মির্জাপুর, ধলই, ফরহাদবাদ, ফতেপুর, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এলাকার পশ্চিমে পাহাড়ে বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পাহাড়ে পাহাড়ে মাইকিং করা হয়েছে। লোকজনকে স্থানীয় মসজিদ-মাদ্রাসা ও স্কুলে আশ্রয় নেয়ার জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/শিমুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট