চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিরাপদ খাদ্য আইনে খাগড়াছড়িতে প্রথম সাজা

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ

তেলের বোতলের মোড়কে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকায় খাগড়াছড়িতে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে এই রায় দেন খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম। এছাড়া এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় দেওয়ার পর সাজাপ্রাপ্ত চট্টগ্রামের মের্সাস সফি অয়েলের মালিক জাফর আহম্মদকে জেলে পাঠানো হয়।

জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ি জেলায় খাদ্য আইনে এটিই প্রথম রায়। মাত্র ১০ মাসে মামলার রায় হয়েছে, যা ভেজালকারীদের জন্য এটি দৃষ্টান্ত বলে তিনি মনে করেন।

মামলার বাদী মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক সুরেশ চাকমা জানান, তার নিয়মিত কাজের অংশ হিসেবে গত ২৯ ডিসেম্বর তিনি জেলার মহালছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন।  এসময় তিনি শাহদাৎ স্টোরে ডলফিন সরিষার তেলের বোতলে মোড়কীকরণের তারিখ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ পাননি। পরে চলতি বছরের ২১ জানুয়ারি আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (গ) ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় চট্টগ্রামের সফি অয়েল মিলস এর মালিক জাফর আহম্মদকে।

মামলাটি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় ২২ অক্টোবর বিকালে এই মামলার রায় দিয়ে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট