চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সড়ক দুর্ঘটনারোধে সরকারের পাশাপাশি সকলকে একসঙ্গে কাজ করতে হবে: সুজন

সড়ক দুর্ঘটনারোধে সরকারের পাশাপাশি সকলকে একসঙ্গে কাজ করতে হবে: সুজন

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২০ | ৮:৪১ অপরাহ্ণ

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, সড়ক দুর্ঘটনারোধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে “মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” শীর্ষক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা মহানগর কমিটি আয়োজিত গাড়িচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগর কমিটির সভাপতি এস.এম আবু তৈয়ব সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের স্বাগত বক্তব্যে শুরু হওয়া গাড়িচালক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (দক্ষিণ) মোহাম্মদ শহিদুল্লাহ, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী, চট্টগ্রাম ডেকারেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মো. সাহাবুদ্দীন, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি)’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রমা হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক কাজল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান এরশাদ, মোস্তফা কামাল লিটন, অর্থ সম্পাদক টিংকু বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট টিপু শীল জয়দেব, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য সিরাজুল মনির মানিক, সনত তালুকদার, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, লায়ন আবদুল মান্নান, রোটারিয়ান ইসতিয়াজ আহমেদ, নেছার আহমদ খাঁন, জি.এম তৌফিক, খালিদ বিন মাহমুদ মিটু, সাংবাদিক কাউসার আলম প্রমুখ।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট