চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নিয়োগে দুর্নীতি: পূর্বাঞ্চল রেলের ১৩ কর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব শাখায় অডিটর পদে নিয়োগ দুর্নীতির ঘটনায় ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ,আদালতের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো ইসমাইল হোসেন এ অভিযোগ গঠন করেন। এর আগে ২০১৭ সালের ১০ মার্চ বাংলাদেশ রেলেওয়ের নিয়োগ জালিয়াতির ঘটনায় অভিযোগ এনে নগরের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. নাসির উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন৷ কয়েক দফা অভিযোগ পত্রের শুনানির সময় দিলেও তা বারবার পিছিয়ে পড়ে।

সর্বশেষ বুধবার ভারপ্রাপ্ত বিভাগীয় বিচারকের আদালত অভিযোগ পত্রটি আমলে নিয়ে সকল আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন-দুদকের পি,পি কাজী ছানোয়ার আহমেদ লাভলু পূর্বকোণকে বলেন, ‘ দীর্ঘ শুনানির পর আদালত বিষয়টি আমলে নেয় এবং অভিযোগ গঠনের নির্দেশ দেন। অভিযুক্তদের মামলা থেকে অব্যবহিত দিতে তাদের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন৷ তবে আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। ‘ অভিযুক্তরা হলেন, বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) সাবেক অতিরিক্ত এফএ এন্ড সিএও বর্তমানে সিভিল অডিট অধিদফতরের মহাপরিচালক মো. নজরুল ইসলাম, সিআরবি হিসাব/ প্রশাসন কর্মকর্তা (অবসর) মফিজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে কমলাপুর স্টেশন শাখার এডি জিএম মামুনুর রশিদ, সিআরবি পেনশন/ডিএফএ কর্মকর্তা এএফ এম শহীদ উল্লাহ, সিআরবি ডিএফ/সদর কর্মকর্তা মো.আনিসুল হক, সিআরবি পাহাড়তলীর অডিটর হোসনা আক্তার, বাংলাদেশ রেলওয়ে কমলাপুর স্টেশন শাখার ফারজানা সুলতানা, বাংলাদেশ রেলওয়ের দিনাজপুর স্টেশনের অডিটর নুরুল আমিন, সিআরবি অডিটর হাকিম সাদেক, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী স্টেশনের অডিটর অপূর্ব বিশ্বাশ, একই স্টেশনের অডিটর মনিরুজ্জামান এবং বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর নীলফামারী শাখার অডিটর প্রদীপ কুমার দাশ।

পূর্বকোণ / আরআর-রাজু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট