চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চমেক চিকিৎসকসহ ৪ জনকে দুদকে তলব

৪৫ লাখ টাকা আত্মসাৎ: ডাক বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২০ | ৭:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামে গ্রাহকের ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ডাক বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। আজ বুধবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন -দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -১ সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়ল বাদি হয়ে মামলা দায়ের করেন৷

মামলার আসামিরা হলেন:  সঞ্চয় শাখার সহকারী পোস্টমাস্টার-৬ নুর মোহাম্মদ ও একই শাখার কাউন্টার অপারেটর সারোয়ার আলম খান।

নুর মোহাম্মদের বাড়ি বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ গ্রামে এবং সারোয়ার আলমের বাড়ি লোহাগাড়া উপজেলার বরহাতিয়া গ্রামে।

এর আগে গত ২৬ আগস্ট বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন জিপিও কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়ে রাতেই তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করেন ডাক বিভাগের অভ্যন্তরীণ অডিট শাখার কর্মকর্তারা। জিপিওর সঞ্চয় বিভাগে কর্মরত এ দুই জনের একজনের কাছ থেকে ২১ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত হওয়ায় দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট