চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এক ভবন মালিকেরই ২২৬ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল কেজিডিসিএল

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২০ | ৭:৩২ অপরাহ্ণ

নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনির এলাকায় ২২৬টি চুলা সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। আজ বুধবার (২১ অক্টোবর) সৈয়দ নুর হোসেন নামের এক বাড়ির মালিকের এ সংযোগ বিচ্ছিন্ন করে কেজিডিসিএলের বিশেষ টিম। ২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন নিয়ে তিনি ব্যবহার করে আসছেন ২২৬টি চুলা। ২০১৭ সালে অবৈধ সংযোগ ব্যবহার করার দায়ে ৩৮ লাখ টাকা জরিমানা গুনেন।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সরোয়ার হোসেন জানান, ২০১৭ সালে ৫টি চুলার (রাইজার) অনুমোদন নেন ইপিজেড থানার ব্যাংক কলোনির সৈয়দ নুর হোসেন নামে এক বাড়ির মালিক। কিন্তু তিনি  ব্যবহার করছেন  ২২৬টি চুলা। ২২১ চুলা অবৈধভাবে ব্যবহার করছেন এমন খবর পেয়ে সেই সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।  তিন বছর ধরে অবৈধ গ্যাস ব্যবহার করায় প্রায় ৭০ লাখ টাকার আয় থেকে বঞ্চিত হয়েছে কেজিডিসিএল। ’

তিনি জানান,  আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট