চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আদালতে স্বীকারোক্তি দিল লিটন হত্যার আসামি ফয়সাল

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২০ | ৫:৩৮ অপরাহ্ণ

হালিশহরে ছুরিকাঘাতে মিজানুর রহমান লিটন (৪০) হত্যাকাণ্ডে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে হালিশহর থানার বারুনি পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক কিশোরের নাম- মো.ফয়সাল (১৬)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী এলাকায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটকের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ।

মামলাটির তদন্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ পূর্বকোণকে বলেন, চলার পথে অসাবধানতাবশত ধাক্কা। ধাক্কা লেগে কথাকাটাকাটির জেরে মিজানকে খুন করে ফয়সাল। হত্যাকাণ্ডের পর ফয়সালের স্বাভাবিক জীবনযাপনে পরিবর্তন আসতে থাকে। এরপর সে তার মায়ের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। ঘটনা তার মার কাছ থেকে প্রতিবেশী পর্যন্ত গড়ায়। ঘটনাটি পুলিশের কানে আসে।

তিনি আরো জানান, কথাকাটাকাটির শোধ নিতে নিউমার্কেট এলাকা থেকে একটি সুইচ গিয়ার চাকু কেনে। ঘটনার দিন ফয়সাল তার মামার বাসা থেকে ফেরার সময় পথে লিটনের সাথে দেখা হয়। এইসময় ফয়সাল লিটনকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। লিটন তাকে ধরে ফেলে পুলিশে দেয়ার ভয় দেখায়। কিন্তু ফয়সাল নিজেকে নিভৃত করে লিটনকে উর্পযপুরি ছুরিকাঘাত করে। পরেরদিন সকালে মহেশখালের পাড় থেকে লিটনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট