চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামুতে রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুই জনের প্রাণহানি

কক্সবাজার সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২০ | ১০:৫৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে গভীররাতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা বলে এলাকাবাসীর সুত্রে জানা যায়।

নিহতরা হলেন- লট উখিয়ারঘোনা এলাকর মৃত মোহাম্মদ কালুর ছেলে মুজিবুর রহমান (৪০) ও উখিয়ারঘোনা স্কুল পাড়া এলাকার মৃত মোহাম্মদ হাসানের ছেলে আলী আহাম্মদ (২৮)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তারা পাহাড় থেকে অবৈধভাবে প্রতি রাতে মাটি কাটতে যায়। বুধবার রাতেও ৪ জন শ্রমিক ওই এলাকায় পাহাড়ের মাটি কাটতে যায়। কাটার সময় পাহাড়ের একাংশ দুই শ্রমিকের উপর ধসে পড়ে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ বলেন, ঘটনাটি আমি ভোরে শুনেছি। শুনা মাত্রই রামু থানাকে অবগত করি। রামু থানার অফিসার ইনচার্জ সহ আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান বলেন, ‘বুধবার ভোররাতে তারা পাহাড়ের মাটি কেটে ডাম্পারে ভর্তি করার সময় পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট অনুসারে বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট