চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মাস্ক না পরায় জরিমানা গুনলেন ১২ বাসযাত্রী

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২০ | ৭:২২ অপরাহ্ণ

মাস্ক না পরায়  ১২ জন বাসযাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরের নতুন ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি  জানান, মাস্ক ছাড়া গণপরিবহন বাসে উঠায় ১২ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। অভিযানে গণপরিবহনের যাত্রীসহ পথচারীদের নিয়ম মেনে মাস্ক পরতে উৎসাহিত করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে অভিযানে দুইজন বাস চালককে জরিমানা করা হয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে গতকাল সোমবার করোনা মহামারিতে মধ্যে ঘরের বাইরে বের হলেই  মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জোর দিয়েছে মন্ত্রিসভা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট