চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অবৈধভাবে মাছ শিকার, হালদা থেকে ২ হাজার মিটার ঘের জাল জব্দ

রাউজান সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২০ | ১১:১২ পূর্বাহ্ণ

হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করার সময় দু’হাজার মিটার ঘের জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাউজান উপজেলার সর্ত্তারঘাট থেকে নদীর মোহনা নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন পর্যন্ত নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর, আইডিএফ’র রাউজান শাখার সভাপতি রোশাঙ্গীর আলম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া বলেন  ‘হালদা নদীর ডলফিন, মা মাছের প্রজনন জৈব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট