চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নোঙর ছিঁড়ে তেলবাহী জাহাজের ধাক্কা বিএফডিসি’র জাহাজে

নোঙর ছিঁড়ে তেলবাহী জাহাজের ধাক্কা বিএফডিসি’র জাহাজে

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২০ | ১২:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে ভারতীয় একটি সয়াবিন তেলবাহী ট্যাংকার নোঙর ছিঁড়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অনুসন্ধানী জাহাজকে ধাক্কা দিয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দরের রিভারমুরিং-১০ জেটিতে এই দুর্ঘটনা ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা যায়, ১২ হাজার টন সয়াবিন তেল নিয়ে আসা ভারতীয় ‘এমটি মালহারি’ জাহাজের নোঙরের রশি ছিঁড়ে যায়। এতে পাশের জেটিতে থাকা বিএফডিসি’র জরিপ জাহাজ ‘মীরসন্ধানীর’ সাথে ধাক্কা লাগে।

এ বিষয়ে বন্দর সচিব ওমর ফারুক বলেন, রিভারমুরিং-১০ জেটিতে নোঙর করা জাহাজের রশি ছিঁড়ে অন্য জাহাজে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর বন্দরের টাগবোট ১১ ও ১২ রাতে ঘটনাস্থলে গিয়ে জাহাজ দুটিকে টেনে আলাদা করে। এই দুর্ঘটনায় জরিপ জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো সমস্যা হয়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বভাবিক রয়েছে।

 

পূর্বকোণ/এসএ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট